ফেসবুকে 'Stulish' অ্যাপ নিয়ে যারা বিরক্তিতে আছেন তাদের জন্যে!!
চাহিদা নিউজ ডেস্ক | ২:০৬ পূর্বাহ্ন, ২৪ মে, ২০১৮
বর্তমান সময়ে ফেইসবুকে সবচেয়ে বেশি ভাইরাল হওয়া অ্যাপের নাম 'Stulish'.
যারা এই অ্যাপের স্ক্রিনশট দেখতে দেখতে বিরক্ত হয়ে আছেন তাদের জন্য একটা টেকনিক দিলাম। আশা করি এটা ফলো করলে Stulish রিলেটেড আর কোনও স্ক্রিনশট শো করবেনা। নিচের ছবি দুটোতে মার্ক করে দেখিয়ে দিয়েছি কিভাবে কাজ করতে হবে।
আশা করি সবাই উপকৃত হবেন।